নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি যে ৩০০টি সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে, তা নিয়ে আইন অনুযায়ী কোনো ধরনের প্রশ্ন তোলা বা আদালতে আপত্তি জানানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, “আন্দোলন কিংবা বিক্ষোভ করেও এতে কোনো লাভ হবে না।”আরো পড়ুন:‘আপনাকে দিয়ে কিছু হবে না, নির্বাচন দিয়ে চলে যান’গাজীপুরে বাড়ল ১ আসন, কমল বাগেরহাটে রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব মন্তব্য করেন। গত বৃহস্পতিবার প্রকাশিত নতুন তালিকায় প্রায় ৫২টি আসনে সীমান্ত সংশোধন করা হয়েছে। গাজীপুরে একটি আসন বেড়েছে, অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমেছে। নতুন এই সীমানায় অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কমিশনার বলেন, “সীমানা পুনর্নির্ধারণে ২০২২ সালের আদমশুমারি, হালনাগাদ ভোটার তালিকা, প্রশাসনিক কাঠামো ও ভৌগলিক বাস্তবতা বিবেচনা করা হয়েছে।...