জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনের মাধ্যমে পালন করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি নেতারা। লোহিত সাগর তীরবর্তী বাণিজ্য নগরী জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি হলে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে, টিপু সুলতান ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেদদা মহানগর বিএনপি'র সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত সি আই পি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে, গিয়াস উদ্দিন, মঈন চৌধুরী, জহিরুল হক হিরু,আহ্বায়ক কমিটির সদস্য, সফিক আহমদ, আলমগীর হোসেন, রফিক চৌধুরী, নজরুল ইসলাম লিটলসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।...