বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন দক্ষিণ আফ্রিকান অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন। আইসিসি জানিয়েছে, সব ধরনের ডেলিভারিতেই নির্ধারিত সীমার মধ্যে ছিল তার কনুই। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে প্রশ্নবিদ্ধ হয় সুব্রায়েনের বোলিং অ্যাকশন। এরপর থেকে তাকে আর কোনো ম্যাচ খেলায়নি দক্ষিণ আফ্রিকা। ব্রিজবেনে আইসিসির অনুমোদিত ল্যাবে গত ২৬ অগাস্ট বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ৩১ বছর বয়সী সুব্রায়েন। যার ফল রোববার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, সব ডেলিভারিতেই সুব্রায়েনের কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির ভেতরে ছিল। সুব্রায়েনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়া এবারই প্রথম নয়। ২০১২ সালের ডিসেম্বরে তার বোলিং অ্যাকশন অবৈধ বিবেচিত হয় এবং পরে তাকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পুনর্বাসন কর্মসূচিতে রাখা হয়। ২০১৩ সালের জানুয়ারিতে আবার বোলিং করার অনুমতি পান তিনি। এক বছর পর ভারতের অনুষ্ঠেয়...