রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতি সাপেক্ষে আগামী ৭ ডিসেম্বর রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খান। সমাবর্তন বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাস্তা প্রশস্তকরণ এবং বিআরটিসি থেকে বাস প্রদানের বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক...