পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কওসার ক্রিকেট গ্রাউন্ডে চলমান এক ক্রিকেট ম্যাচ হঠাৎ করেই রূপ নিলো রক্তক্ষয়ী ঘটনায়। মাঠে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন আরও অনেকে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে জঙ্গিরা। পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি ‘অপারেশন সারবাকাফ’ নামের সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকটি বড় আঘাত হানে। গত মাসে খাইবার পাখতুনখোয়ায় এমনই এক অভিযান চালানো হয়, যা স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলোকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে। তারই জের ধরে শনিবার কওসার ক্রিকেট গ্রাউন্ডে হামলা চালায় তারা। পুলিশ নিশ্চিত করেছে, এটি ছিল পরিকল্পিত টার্গেট। হামলা উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো ও এলাকার শান্তি নষ্ট করা। তবে ঠিক কোন জঙ্গি সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আরো পড়ুন:পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৩অভিনয়...