যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক হুমকির মুখে ভেনেজুয়েলার প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এক টেলিফোন আলাপে আরাঘচি ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং ক্যারিবীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করেন যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের অবৈধ হুমকির কথা উল্লেখ করে আরাঘচিকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি ইরানের নীতিগত অবস্থানের প্রশংসা করে বলেন, জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা রক্ষায় ইরান সবসময় অটল থেকেছে। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্বও তুলে ধরেন। গিল পিন্টো জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সরকার ও জনগণ দৃঢ় প্রত্যয় নিয়ে তাদের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষা করে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ব্রিকস সদস্যদেশগুলো ও...