২০২৪ সালের জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে একটা নতুন বাংলাদেশের প্রত্যাশায় জনগন আন্দোলনকারী ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখেছিল। একই সাথে নোবেল বিজয়ী ড: ইউনূসের সরকারকে স্বাগত জানিয়েছিল নিজেদের সকল কিছু দিয়ে। যদিও তিনি বলেছিলেন, তার নিয়োগ কর্তা হলো ছাত্ররা। যাই হোক ভালো মন্দ মিলিয়ে মানুষ ভেবেছিল, বর্তমান সরকার রাজনৈতিক সরকারের মত তালবাহানা করবে না।জনগণের উন্নয়নকে প্রধান্য দিয়ে সংস্কার সাধন করবে দেশ ও জনগনের। কিন্তু বিগত এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মসনদ আহরণের তাগিদটা এতই বেশি যে, তাদের মুখে একটাই বুলি, ‘নির্বাচন ছাড়া কিছু হবে না।’ এখানেই শেষ নয়। জুলাইয়ের আন্দোলনের অন্তরালে তারা আওয়ামী সরকারের পতন ঘটানোর জন্য বিশেষ ভূমিকা পালন করেছে বলে দাবী করে। আন্দোলনের ক্রেডিট নিতে দলগুলোর কথা শুনে মনে হয়, তারা সব সাজিয়ে রেখেছিল ছাত্রদের আন্দোলন নিমিত্তমাত্র। অথচ সাধারণ জনগনকে...