রুপালী পর্দার ‘মন্দ মানুষ’ হিসেবে সবার কাছে পরিচিতি আহমেদ শরীফ। তার দাপুটে অভিনয়ে মুগ্ধ হতেন দর্শক। গত পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করে যাচ্ছেন। বিগত ছয় বছর ধরে পরিবার নিয়ে আহমেদ শরীফ নিউ ইয়র্কে বসবাস করছেন। সুযোগ পেলেই দেশে আসেন। গেল বছর ‘রাজকুমার’ সিনেমাতে অনবদ্য অভিনয় করে মুগ্ধ করেছেন বর্ষিয়ান এই অভিনেতা। বর্তমানে দেশে আছেন আহমেদ শরীফ। রবিবার (৭ সেপ্টেম্বর) এফডিসিতে অধিকাংশ শিল্পী ও দেশের মানুষের আর্থিক অবস্থা নিয়ে কথা বলেন তিনি। আহমেদ শরীফ বলেন, আমি প্রশ্ন রাখতে চাই বর্তমানে দেশে কত মানুষের আগামীকালের বা আগামী মাসের নিশ্চিত খাওয়া দাওয়ার সুব্যবস্থা নিশ্চিত আছে! যদি মিথ্যা না বলি, নিশ্চিত ব্যবস্থা নেই। সবাই চিন্তিত সামনে মাসে কি করে সংসার চলবে। এটা কোনো মিথ্যা কথা নয়। ”আমিও যদি বাংলাদেশে থাকতাম তাহলে...