দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: অভিজিৎ রায় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করে কোরিয়ান কনসালট্যান্ট কন্ট্রাক্টরের চার সদস্যের প্রতিনিধিদল। ছবি: পিআইডি ঢাকায় ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) গণের ‘৪৫ ও ৪৬তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিফ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি ঢাকায় তেজগাঁওয়ে হোটেল...