নতুন দেশের চলচ্চিত্রশিল্প দাঁড় করাতে যারা কাজ করেছিলেন, তাদের অনেকে প্রয়াত হয়েছেন। অনেকে বরণ করেছেন বার্ধক্য। তাদের অন্যতম অভিনেতা সোহেল রানা। সহকর্মী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আজ (৭ সেপ্টেম্বর) রোববার বিএফডিসিতে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের নতুন পুরাতন শিল্পীদের অনেকে। সেখানেই সহকর্মী, দেশবাসী ও সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। বিএফডিসির আয়োজনে সোহেল রানা বলেন, ‘কে কখন চলে যাব, শিওর না। এই সুযোগে আমার সাথে যারা কাজ করেছে, আর যারা ভবিষ্যতে কাজ করবে, যারা চলচ্চিত্র জগতে আসবে, তাদের সঙ্গে আমি যদি কোনো ভুল-ত্রুটি কিংবা অন্যায় করে থাকি, আজ এই মুহূর্তে আমি এই সুযোগটা নেব, আমি সবার কাছে ক্ষমা...