ফিলিস্তিনি ভূখণ্ড গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের তুমুল হামলার মধ্যেই তেল আবিব ফের হামাসকে আত্মসমর্পণ করতে বলেছে। রোববার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জেরুজালেমে সাংবাদিকদের বলেছেন, যদি হামাস বাকি জিম্মিদের ছেড়ে দেয় এবং অস্ত্র নামিয়ে রাখে তাহলে সঙ্গে সঙ্গেই যুদ্ধ শেষ হতে পারে। “রাজনৈতিভাবে লক্ষ্য পূরণ হলে আমরা বেশি খুশি হবো,” সা’র এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলি মন্ত্রীর এ মন্তব্যের প্রতিক্রিয়ায় হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বাসেম নাইম তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, তারা অস্ত্র সমর্পর্ণ করবে না তবে সব জিম্মিদের ছেড়ে দিতে পারে, যদি ইসরায়েল যুদ্ধ বন্ধে রাজি হয় এবং গাজা থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেয়। গত মাসে ইসরায়েল গাজার সবচেয়ে বড় শহরাঞ্চল দখলের অভিযান শুরু করে, এখন তারা গাজা সিটির কেন্দ্র থেকে...