রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তৎপর রয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন। রোববার বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্র সমাজের ব্যানারে সমাবেশের ডাক দেওয়া হয়। জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বাসাইল ইউএনও বরাবর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল মুক্তিযোদ্ধা সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক ও কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীরউত্তম)। অন্যদিকে, ছাত্র সমাজের ব্যানারে একই...