এবার সেই ধারণাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট প্রস্তুতকারী সংস্থা ওপেন এআই। চাকরি খোঁজার ক্ষেত্রেও মানুষকে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর করে তুলতে চাইছে সংস্থা। ওপেনএআই জানিয়েছে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই একটি নতুন এআই পরিচালিত পেশাদারী প্ল্যাটফর্ম চালু করতে চলেছে তারা। আসন্ন প্ল্যাটফর্ম সরাসরি LinkedIn-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও নিখুঁত ভাবে চাকরি খুঁজতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের প্রয়োজন মতো কর্মী পেতে সাহায্য করে। ওপেনআই এর অ্যাপ্লিকেশনস সিইও ফিজি সিমো (Fidji Simo) একটি ব্লগ পোস্টে জানিয়েছেন এই কথা। তিনি জানিয়েছেন, “কোম্পানির যা প্রয়োজন এবং কর্মীরা যা দিতে পারেন তার মধ্যে নিখুঁত মিল খুঁজে বের করতে AI ব্যবহার করা।” এই প্ল্যাটফর্ম শুধু বড় বড় সংস্থার জন্য নয়, বরং ছোট ব্যবসা ও সরকারি সংস্থাগুলির জন্যও তৈরি...