কলকাতায় জন্মদিনের পার্টিতে এক তরুণী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার মালঞ্চের রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁর। তিনি বলছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ফ্ল্যাটে গেলেও সেখানে উপস্থিত দুই বন্ধু মিলে তাঁকে ধর্ষণ করে। ওইদিন তাঁর জন্মদিন পালন করতে তারা পার্টির আয়োজন করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গতকাল শনিবার সকালে হরিদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পুলিশ অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করলেও ঘটনার পর থেকে তাঁরা পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। অভিযুক্তদের একজনের নাম চন্দন মল্লিক, অপরজনের দ্বীপ। দ্বীপ সরকারি কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়িতেই এই জন্মদিনের আয়োজন করা হয়েছিল বলে জানান ওই তরুণী। প্রাথমিকভাবে ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছায় ফ্ল্যাটে গিয়েছিলেন। কিন্তু...