প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বছরের মাঝামাঝি (অর্ধবার্ষিকী) ও শেষে নতুন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং সচিব এ কথা জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিদ্যালয় পরিদর্শন করছি, যেখানে কোনোদিন কেউ যায়নি। সেসব অঞ্চলে আমরা ভিজিট করছি। পরিদর্শনে যাওয়ার পর প্রত্যেকটি ক্লাসে গিয়ে আমি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করি। এতে আমরা প্রকৃত চিত্র পাচ্ছি। সে পাস করে আসছে, কিন্তু বাংলা রিডিং পড়তে পারছে না। যে পড়তে পারে কিন্তু অর্থটা ভালো বুঝতে পারে না। আমি সেই অর্থে বলছি। প্রকৃত সাক্ষর আমি তাকেই বলবো যে তার মাতৃভাষা অনর্গল পড়তে পারে, পড়ে বুঝতে পারে এবং তার মনের ভাবটা...