আর মাত্র একদিন পরই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে শেষ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। শিক্ষার্থীদের শোনাচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। শিক্ষার্থীরাও তাদের আশ্বস্ত করছেন। গণসংযোগ, মিছিল ও শপথ অনুষ্ঠানসহ সব জায়গাতেই নিজেদের কমিটমেন্টের কথা বলছেন প্রার্থীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন দেখা গেছে—ক্যাম্পাসের টিএসসি চত্বর, মধুর ক্যান্টিন, আর্টস ফ্যাকাল্টি, মল চত্বর, সমাজবিজ্ঞান অনুষদ ও গণগ্রন্থাগারসহ সব জায়গায় শিক্ষার্থীদের জটলা। সেখানে তাদের কাছে লিফলেট বিতরণ করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। দুপুরে আর্টস বিল্ডিংয়ের সামনে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন ওই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস শেখ তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে...