গাজীপুর: বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার উদ্যোগে রিকশা/অটোরিকশার চালকদের নিয়ে ট্রাফিক সিগন্যালবিষয়ক কুইজ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় রোববার (০৭ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শতাধিক রিকশাচালক অংশ নেন। বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেনের নেতৃত্বে আয়োজনটিতে উপস্থিত ছিলেন সহসভাপতি শ্যামল হোসেন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক এমরান শেখ, দপ্তর সম্পাদক তানজিনা ইসলাম জেরিন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল বিপ্লব, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয়, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঝরনা হিয়া, সমাজকল্যাণ সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী সদস্য- আনিকা তাবাসসুম, সুলতান, সুমাইয়া সিনহাসহ অনেকে। অনুষ্ঠানে ট্রাফিক সিগন্যালের অর্থ, রাস্তা পারাপারের নিয়ম, ইউটার্ন নেওয়া এবং সড়ক নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা...