ভেনিস চলচ্চিত্র উৎসবে ৮২ তম আসছে সেরা পরিচালকের খেতাব জয় করেছেন ভারতের অনুপূর্ণা রায়। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন তিনি।‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ সিনেমার জন্য পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত পরিচালক। কোনো ভারতীয় পরিচালক এই বিভাগে এবারই প্রথম সেরা পরিচালকের সম্মান পেলেন। অনুপর্ণা বর্তমানে মুম্বাই থাকলেও তার জন্মস্থান পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। তিনি পড়াশোনা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! অনুপূর্ণার হাতে পুরস্কার তুলে দেন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো। সাদা শাড়ি পরে মঞ্চে উঠে পুরস্কার নেন পরিচালক। পুরস্কার হাতে চোখ ছলছল করে ওঠে তার। সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে অন্তরালে থাকা প্রত্যেক নারীর লড়াইকে শ্রদ্ধা জানিয়েছেন অনুপূর্ণা। তার কথায়, এই সিনেমাটি প্রত্যেক মহিলার লড়াইয়ের গল্প। যারা নিঃশব্দে লড়াই করার পরেও তেমন গুরুত্ব পান না, তাদের উৎসর্গ করা হল। এই জয় হয়তো নীরব বিপ্লবীদের ভাষা...