সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (এসআইআইএমএ) সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে হাজির হয়ে এ পুরস্কার গ্রহণ করেন তেলেগু সিনেমার এই দুই তারকা। সুকুমার পরিচালিত আলোচিত সিনেমা ‘পুষ্পা টু’। বক্স অফিসে ঝড় তোলা এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। গত বছরের ৪ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ১৭৪২ কোটি রুপি।আরো পড়ুন:আলিয়া-দীপিকা-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থাফ্ল্যাট বেচে দিলেন সালমান খান ‘পুষ্পা টু’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুকুমার। প্রশান্ত ভার্মা ‘হনুমান’ সিনেমার জন্য সেরা পরিচালকের (সমালোচক) পুরস্কার পেয়েছেন। একই সিনেমার জন্য সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার পেয়েছেন তেজা। ‘লাকি ভাস্কর’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার...