ডাকসু নির্বাচনের মাত্র একদিন বাকি। প্রচার-প্রচারণা শেষ দিনেও চলছে চুলচেরা বিশ্লেষণ। ভিপি পদে কে এগিয়ে, জিএস পদেই বা কার জয়ের সম্ভাবনা বেশি, তা নিয়ে হিসাব কষছেন সবাই। প্যানেলগুলোও নিজেদের প্রার্থীদের কার অবস্থান কেমন, তা বিশ্লেষণে ব্যস্ত। প্রচারণার শেষ দিনেও সবার নজর এখন ছাত্রীদের ভোটের দিকে। কারণ ডাকসুতে এবার মোট ভোটারের ৪৭ দশমিক ৫৫ শতাংশই ছাত্রী ভোটার। ফলে উত্তাপ ছড়ানো এ নির্বাচনে বড় পদগুলোর প্রার্থীদের জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন ছাত্রীরাই। ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এরমধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯টি, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৫৫ শতাংশ। ছাত্রীদের পাঁচটি আবাসিক হলের মধ্যে শুধু রোকেয়া হলেই ৫ হাজার ৬৬৫ ভোট। এছাড়া বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১১০টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪৫, শামসুন নাহার...