ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল সংসদ নির্বাচনে বিজয় ৭১ হলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সাকিব বিশ্বাস স্ট্যাম্পের আদলে প্রচারপত্র বানিয়ে তার অঙ্গীকারনামা ও ইশতেহার বিলিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিজয় একাত্তর হলের বিভিন্ন ফ্লোর ও মাঠ ঘুরে এমন দৃশ্য দেখা যায়। সাকিব বিশ্বাস জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত প্যানেল থেকে হল সংসদে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অঙ্গীকারনামায় লিখেছেন, প্রিয় বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা, আমার সালাম নেবেন। দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতিত-নিষ্পেষিত হয়েছি। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানকালে বাড়িতে পুলিশের আক্রমণ। ২০১৯ পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তৎকালীন ছাত্রলীগের (নিষিদ্ধ) নির্মম নির্যাতনে এক কাপড়ে হল ছেড়ে দিতে বাধ্য হই। এরই পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে ক্যাম্পাস জীবন কাটাতে পারিনি। ফ্যাসিবাদী আমলে যখন হলের স্পোর্টসসহ বিভিন্ন কার্যক্রমের ছবি দেখতাম, প্রতিবারই নিজের অজান্তেই...