এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারতের রাজগিরীতে জাপান ৫-১ গোলে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম হয়েছে। এতে জাপান সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে হবে। পাকিস্তান এশিয়া কাপ না খেলায় মূলত বাংলাদেশ এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে। এশিয়া কাপ শেষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে এখন সেই পাকিস্তানের মুখোমুখির অপেক্ষায় বাংলাদেশ। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলবে। রানার্স আপ থেকে পঞ্চম স্থান নির্ধারণী দল বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে। পাকিস্তান রাজনৈতিক কারণে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে আসেনি। তাই এশিয়ান হকি ফেডারেশন এশিয়ান কাপের ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের প্লে অফ সিরিজ রেখেছে। ঐ সিরিজের ভেন্যু ও সময় এখনো ঠিক করেনি এশিয়ান হকি ফেডারেশন। সেই সিরিজের জয়ী দল ও...