নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রেডিমিক্স সিমেন্ট কারখানার গাড়িতে ‘ঢিল মারায়’ চালক ও কারখানার কর্মীরা মিলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। রোববার ভোরে আদমজী এলাকায় ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কংক্রিট কারখানার ভেতরে ওই যুবকের মৃত্যু হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান। নিহত ৩০ বছর বয়সী সাজ্জাদ হোসেন আদমজীর নয়াপাড়া এলাকার মুরগি বিক্রেতা কামাল হোসেনের ছেলে। পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান সাংবাদিকদের বলেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ‘ঢিল মারেন’ সাজ্জাদ। “গাড়ির গ্লাস ভেঙে গেলে ড্রাইভার, হেলপার ও কারখানায় রাতের শিফটের কর্মরত লোকজন তাকে ধরে কারখানার ভেতর নিয়ে যায়। সেখানে সাজ্জাদকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।” পরে সিমেন্ট কারখানার লোকজন সাজ্জাদকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজ্জাদ ‘মানসিক ভারসাম্যহীন’ দাবি করে...