বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন শুরু হয়েছে। শনিবারের (৬ সেপ্টেবর) পর্বটি আলোচনার জন্ম দিয়েছে। এ শোয়ের প্রতিযোগী ফারহানা ভাটের উপর ক্ষোভ প্রকাশ করেন সালমান খান। ফারহানা নিজেকে ‘শান্তি কর্মী’ বলে পরিচয় দেন। কিন্তু তার ভাষা, ঝগড়া উসকে দেওয়া এবং তুচ্ছ বিষয় নিয়ে সমস্যা তৈরি করার জন্য তাকে তিরস্কার করেন সালমান।আরো পড়ুন:যে কারণে গরুর মাংস খায় না সালমানের পরিবার‘চুল কাটতে গিয়ে সালমানের কান কেটে ফেলেছিলাম’ ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে সালমান খান বলেন, “একজন শান্তি কর্মীর কাজ হচ্ছে, যেখানে ঝগড়া সেখানে গিয়ে তা মিটিয়ে দেওয়া, মানুষকে একত্রিত করা। কিন্তু এখানে কী হচ্ছে? এখন তো দেখছি, সারা বিশ্বে যারা সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে, তারাই এখন শান্তি...