চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৮ জনকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। এ দিন গ্রেফতার ৮ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন– ইমরান হোসেন (৩৫), হাসান ওরফে হাসাইন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), আলমগীর (৩৫), নজরুল ইসলাম (৩০), জাহেদ (৩০), আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলে হোসেন রাব্বি বলেন, ‘চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ৮ জনের ১০ দিনের রিমান্ড আবেদন...