যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড ও বিভিন্ন কোম্পানিতে কয়েক দশক ধরে সাইবার হামলা চালিয়ে আসছে চীন। এসব হ্যাকিংয়ের মাধ্যমে চিপের নকশার মতো গুরুত্বপূর্ণ ফাইল ও মেধাস্বত্ব সম্পদ চুরি করছে দেশটি, যাতে করে যুক্তরাষ্ট্রের ওপর প্রযুক্তি ও কৌশলগত সুবিধা পাওয়া যায়। ‘সল্ট টাইফুন’ নামে পরিচিত একটি গোষ্ঠী সম্প্রতি বিভিন্ন দেশে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে। আক্রান্ত দেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এ গোষ্ঠীর হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী হ্যাকিংয়ের ঘটনা বলে মনে করছেন। এক বছর ধরে তদন্ত শেষে এই বিশেষজ্ঞ ও কর্মকর্তারা জানিয়েছেন, গোষ্ঠীটি ৮০টির বেশি দেশে হামলা চালিয়েছে। এর মাধ্যমে প্রায় প্রত্যেক মার্কিন নাগরিকের তথ্য চুরি করা হয়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, এসব হামলা দেখিয়েছে যে সাইবার সক্ষমতায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের টেক্কা দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে চীন। গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারের...