অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে প্রায় পুরো একটি মৌসুম মাঠের বাইরে কাটাতে হয় রদ্রিকে। দুঃস্বপ্নের সেই সময়েই তার জন্য আনন্দের উপলক্ষ হয়ে আসে ব্যালন দ’র জয়। ক্যারিয়ারের কঠিন সেই অধ্যায়ের কথা স্মরণ করে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার বললেন, চোটের থাবায় যে ক্ষতি হয়েছে তার, সেটা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে পোষানো সম্ভব নয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিড়ে মাঠের বাইরে ছিটকে যান রদ্রি। এরপর শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয় তাকে। পার করতে হয় দীর্ঘ পুনর্বাসনের কঠিন সময়। চোটে পড়ার পরের মাসে ক্যারিয়ারের বড় একটি অর্জন ধরা দেয় রদ্রির হাতে। আগের মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র জেতেন তিনি। চোটের সঙ্গে লম্বা সময়ের লড়াই শেষে গত মে মাসে পেশাদার ফুটবলে ফেরেন ২৯...