রাজধানীর বনানীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আনিস মিয়া (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনিস বনানীর শিখা গার্মেন্টসে হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেরপুর সদরের সাংতিরশা গ্রামের মুজিবুর রহমানের ছেলে, মগবাজারের ওয়ারলেসগেট এলাকায় ভাড়া থাকতেন। আনিসের ভাই আশিক জানান, ‘আমার ভাই পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেছে। আজ দুপুরে খাবারের জন্য অফিস থেকে বের হয়ে অসাবধানতাবশত রেললাইন পার হতে গেলে একটি ট্রেন...