সূর্যগ্রহণের সময় কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে করা হয়। মানুষের মধ্যে ধারণা রয়েছে যে,চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া তো অমঙ্গলজনক বটে; রান্না করাও অমঙ্গলজনক। কিন্তু এরকম ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞানীরা কখনোই পাননি। দ্বিতীয়ত যে ধারণাটি রয়েছে সেটি হলো—গর্ভবতী নারীদের বাইরে বের হওয়া নিয়ে। প্রচলিত ধারণা অনুযায়ী, সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরে বিশেষ ধরনের জন্মদাগ থাকতে পারে। এমনকি সন্তানের হৃদপিণ্ডে ছিদ্র থাকা বা বিকলঙ্গতা নিয়েও সন্তান জন্ম নিতে পারে। এ কারণেই অনেক জায়গায় প্রচলিত রয়েছে, এ সময় গর্ভবতী নারীদের ঘরের বাইরে যাওয়া ঠিক হবে না। সূর্যগ্রহণ সম্পর্কে আরেকটি ভুল ধারণা হলো সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে তা অমঙ্গলজনক। এই ধারণা প্রচলিত রয়েছে ভারত বাংলাদেশসহ কয়েকটি দেশে। তাদের...