সিরাজগঞ্জ সদরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে রাইস মিলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মিল মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে পৌনে ৬ টার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের সোহেল সামি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, ‘১২ দিন আগে মিলে একটি চিরকুট লিখে ঝুলে রাখা হয়েছিল। তাতে লেখা ছিল ‘১০ লাখ টাকা না দিলে মিল ও মালিকসহ একেবারে পোরায়া দিমু’। পরে আতঙ্কিত হয়ে থানায় জিডি করেছিলাম। সেই চিরকুটের লেখাই আজ সত্যি হলো। মিলের ১০০ মন ধান, দুই ট্রাক জুট, পানির মোটর ও ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একজন হুমকিও দিয়েছিল। আমি এসব ঘটনায় মামলা করবো।’ কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন...