ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এ লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর্মকর্তাদের লেখা দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে লেখা সংগ্রহ, যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কমিটি কর্তৃক লেখা আহ্বানসহ প্রতিবেদন জমা দিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন অনুমোদন করেছে কমিশন। তাই...