দীর্ঘ ৮ বছর পর সোমবার (৮ সেপ্টেম্বর) হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবাষিক সম্মেলন। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে সিদ্ধান্তের জন্য প্রার্থী, কাউন্সিলর ও জেলার নেতৃবৃন্দরা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে তাকিয়ে আছেন বলে জানা গেছে। জানা যায়, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সম্মেলনে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবে বলে জানিয়েছে পুলিশ। নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০১৭ সালে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাধায় আর সম্মেলন হয়নি। চব্বিশের অভ্যুত্থানের পরে অনেকটা আন্দন-উৎসাহ নিয়ে সম্মেলনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সম্মেলনের মঞ্চ তৈরি কাজ চলছে। শহরের বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন। তবে প্রার্থী, কাউন্সিলর ও বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, দলটির...