০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম প্রয়োজনীয় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না করে অপরিকল্পিতভাবে মহাসড়ক ও কালভার্ট নির্মাণে বরিশালের চরকাউয়া এলাকার সহস্রাধিক একর ফসলি জমি বছরের প্রায় ৯ মাস পানির তলায় থাকার বিষয়ে প্রতিবাদ জানাতে কয়েক শত কৃষক রবিবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন। কৃষকসহ প্রায় চার শত এলাকাবাসী রবিবার দিনের প্রথম ভাগে জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেনের দপ্তরে হাজির হয়ে তাদের দুর্দশার কথা জানান। এ ব্যাপারে প্রায় চার শত কৃষকের স্বাক্ষরসম্বলিত একটি স্মারকলিপিও জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক সবার দুর্দশার কথা শুনে সহমর্মিতা প্রকাশ করেন। তিনি সঙ্গে সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে দুপুরের মধ্যে ওই...