০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ। আদালতের নির্দেশে জব্দকৃত প্রায় ১ লাখ ২৫০ ঘনফুট বালু শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে করেরহাট ইউনিয়নের গেড়ামারা বড়থলি এলাকায় প্রতিস্থাপন করা হয়। গত ৬ আগস্ট চট্টগ্রাম বন আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জব্দকৃত বালু প্রতিস্থাপনের আদেশ দেন। এর আগে বন আইনের (সংশোধিত ২০০০) ১৯২৭ সালের ধারা অনুযায়ী ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের বিরুদ্ধে পি ও আর মামলা দায়ের করা হয়। প্রতিস্থাপন কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনা দেন সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ। করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমানের নেতৃত্বে ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বনবিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। সহকারী বন সংরক্ষক হারুনুর...