নাগরপুর থানা পুলিশ টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে। রবিবার গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)।তাদের কাছ থেকে ৩৩ কেজি তামা, ৯৭ কেজি স্টিলপ্লেট এবং ২৬ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা।এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফ মো. কামরুল ইসলাম বাদী হয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রান্সফরমারের সরঞ্জামসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। নাগরপুর থানা পুলিশ টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের...