ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে অবহেলা এবং খুনিদের আইনের আওতায় আনতে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের মিল্লাতিয়ান সোসাইটি। আজ রোববার দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।জানা গেছে, গত ৪ আগস্ট সাজিদ আব্দুল্লাহর বাবা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি মামলার তদন্তভার সিআইডিকে (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) দেওয়ার দাবি জানান। তবে দুই মাস অতিক্রম হলেও আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব পায়নি সিআইডি। মৌখিক আদেশের ভিত্তিতেই সংস্থাটি তদন্ত কার্যক্রম শুরু করে।মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদলের সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব ও ইবি মিল্লাতিয়ান সোসাইটির সভাপতি শাহ ফরিদ উপস্থিত ছিলেন।এ সময় শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যাকাণ্ডের দুই মাস অতিক্রম হলেও প্রশাসন এখনো তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তর...