ফের কলকাতার বুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। এবার জন্মদিনের পার্টিতে গিয়ে বন্ধুদের হাতে ধর্ষণের শিকার হলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত রিজেন্ট পার্ক এলাকায়। এরই মধ্যেই নির্যাতিতা তরুণী হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই বন্ধুর নামে। অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ সংঘবদ্ধ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় একটি আবাসনে এক বন্ধুর সঙ্গে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। জন্মদিনের পার্টির খাওয়া-দাওয়ার পর দুজনে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের...