রাজনীতির জন্য চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর গুঞ্জনের মধ্যে থালাপতি বিজয় সম্প্রতি শেষ করেছেন তার কথিত শেষ ছবি ‘জানানায়গান’-এর শুটিং। সম্প্রতি রাজনৈতিক জনসভায় বিজেপি ও বিরোধী দলের সমালোচনা করে আলোচনায় এসেন। এবার বিজয়ের সঙ্গে স্ত্রী সঙ্গীতা সর্ণলিংগমের সম্পর্ক নিয়ে চলমান বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল তার স্ত্রী ও ছেলে জেসন সঞ্জয়কে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, বিজয়ের স্ত্রী সঙ্গীতা ও তাদের ছেলে জেসন সঞ্জয় বিমানবন্দরে একসঙ্গে উপস্থিত। তাদের সঙ্গে মেয়ে দিব্যা শাশাও রয়েছেন বলে জানা যায়। তবে তাকে ক্যামেরাবন্দি করা হয়নি। দীর্ঘদিন পর পরিবারটির কাউকে জনসম্মুখে দেখা গেল। থালাপতি বিজয় ও সঙ্গীতা সর্ণলিংগমের বিয়ে হয় ১৯৯৯ সালের ২৫ আগস্ট। সঙ্গীতা একজন শ্রীলঙ্কান তামিল, যিনি প্রথমে বিজয়ের একজন ভক্ত ছিলেন। পরে তাদের বন্ধুত্ব গড়ায় প্রেমে...