মানবজীবনে সাফল্য ও ব্যর্থতা দুটোই অবশ্যম্ভাবী। কেউই কেবল সাফল্যের মধ্য দিয়ে জীবন পার করে না, আবার কেবল ব্যর্থতার অন্ধকারেও জীবন আটকে থাকে না। বাস্তবে এগুলো একে অপরকে পরিপূরক করে চলে। ব্যর্থতা মানুষকে শেখায়, আর সাফল্য দেয় সাময়িক আনন্দ ও আত্মবিশ্বাস। কিন্তু উভয়ই অস্থায়ী—কারণ সময়, পরিস্থিতি, সামর্থ্য ও ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে সবকিছু রূপান্তরিত হয়। তাই ব্যর্থতা কিংবা সাফল্যের প্রতি চিরস্থায়ী মোহ বা ভয় কোনোটাই মানুষের জন্য স্বাস্থ্যকর নয়। ব্যর্থতার তাৎপর্য হলো—এটি মানুষকে ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে। বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা ব্যবসায়িক সফলতার পেছনে অসংখ্য ব্যর্থ প্রচেষ্টা থাকে। ব্যর্থতা ধৈর্য, সহনশীলতা এবং স্থিতিশীল মনোভাব গড়ে তোলে। এটি মানুষকে বিনম্র করে, যাতে তারা নতুন জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণে উন্মুক্ত থাকে। অন্যদিকে সাফল্য আত্মবিশ্বাস বাড়ায়, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দেয়। এটি কেবল...