ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, ‘ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এ বিষয়ে ঢাবি প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।’ প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে ১০ জন উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পুলিশের আইজিপি ও উর্ধ্বতন সামরিক অফিসাররা ছিলেন। এ সভায় স্থানীয় প্রশাসন যাতে সক্রিয়ভাবে...