যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে ঠিক কতটা খরচের প্রতিশ্রুতি দেওয়া উচিত সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আন্দাজে উত্তর দিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। তাদের এ আলাপচারিতার মুহূর্তটি ধরা পড়েছে গোপন হট মাইকে। সম্প্রতি হোয়াইট হাউসে নতুনভাবে সাজানো রোজ গার্ডেনের এক উদ্বোধনী অনুষ্ঠানের নৈশভোজে পাশাপাশি বসে খাবার খেয়েছেন জাকারবার্গ ও প্রেসিডেন্ট ট্রাম্প। ওই নৈশভোজে উপস্থিত প্রায় দুই ডজন সিইও ও উচ্চপদস্থ নির্বাহী ডনাল্ড ট্রাম্পকে প্রশংসা ও ধন্যবাদ জানান। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে মার্ক জাকারবার্গের মন্তব্য। ট্রাম্প জাকারবার্গের দিকে ঘুরে জিজ্ঞেস করেন, “তুমি কি আমাদের বলবে, আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ঠিক কত খরচ করছ?” জবাবে জাকারবার্গ বলেছেন, “ও খোদা! কিছু একটা হবে, আমি জানি না ঠিকভাবে। তবে ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ৬০ হাজার কোটি ডলার খরচ করবো আমরা।”...