চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কাননকে হেনস্থা ও লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ শাহীন আলম বলেন, গত ৩১ আগস্ট কানন স্যারের ভূমিকাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু তিনি ইতোমধ্যেই নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন। তারপরও তাকে উদ্দেশ্য করে অপমানজনক আচরণ ও মব করার চেষ্টা করা হয়েছে, যা আমাদের গভীরভাবে দুঃখিত করেছে। আমরা ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপর শিক্ষার্থী সাজেদুর...