রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দিন আবীর, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন নির্বাচন করবেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এছাড়াও ১৭টি হলের প্যানেল শীঘ্রই প্রকাশিত হবে জানানো হয়। শেখ নূর উদ্দিন আবীর শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং নাফিউল ইসলাম জীবন সংগঠনটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা, ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক...