হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় নেমেছেন বাম সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। আজ রবিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে হুইলচেয়ারে করে আসেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভোট দিতে এলেই গোটা ইকুয়েশন বদলে যাবে। যে সমীকরণ করা হচ্ছে তা কিছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। তিনি বলেন, প্রচারণার শেষ দিনে এসে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা প্রচারণা শেষ করছি। আমার এই উপস্থিত যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা যোগায় তাহলে...