টানা একাধিক নির্বাচনী পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শিগগিরই ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জরুরি নেতৃত্ব নির্বাচন করবে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। ৬৮ বছর বয়সী ইশিবা মাত্র এক বছরও হয়নি প্রধানমন্ত্রী হয়েছেন। তবে এর মধ্যেই জাপানের উভয় সংসদীয় কক্ষের নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। বাড়তি জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ ভোটারদের বিরূপ প্রতিক্রিয়ার কারণে এ পরাজয় ঘটে। বার্তাসংস্থা রয়টার্সজানিয়েছে, জুলাইয়ে উচ্চকক্ষের নির্বাচনে হারলেও ইশিবা পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করায় মনোযোগ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে জাপানের গাড়ি শিল্প বড় ধাক্কা খেয়েছে। চুক্তি সইয়ের পর আবেগাপ্লুত ইশিবা বলেন,আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছি। এখন দায়িত্ব হস্তান্তরের সময় এসেছে।...