জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অন্য প্রার্থীরা। তাদের অভিযোগ, অমর্ত্য রায়কে চূড়ান্ত ভোটার ও প্রার্থী তালিকায় রাখার পরও শেষ মুহূর্তে বাতিল করা, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। নিয়মিত ছাত্রত্ব না থাকায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়কে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে রায় দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। শনিবার কমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে তার প্রার্থিতা বাতিলের কথা জানানো হয়। হঠাৎ করে তার প্রার্থিতা বাতিলের ঘটনায় ক্ষুব্ধ সম্প্রীতির ঐক্য প্যানেলের অন্য প্রার্থীরা। বিষয়টি নির্বাচন কমিশনের গাফিলতি দাবি করে এ বিষয়ে উপাচার্যের হস্তক্ষেপ চান তারা। সম্প্রীতির ঐক্য প্যানেলের জিএস প্রার্থী শরণ এহসান বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশনের নানান কর্মকাণ্ডে অন্যান্য অনেক প্রার্থীই আসলে ক্ষুব্ধ। আমরা সকলের সঙ্গে কথা বলব, অমর্ত্য রায় প্রসঙ্গে।...