আল আমিনের ফেইসবুকে পোস্ট করা ওই ভিডিও মুহুর্তে ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে খুলনায় একই ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার হলে দ্রুতই ভিডিওটা ফেইসবুক থেকে ডিলিট করে দেন আল-আমিন। ভিডিওতে দেখা যায়, সেখানে পৌঁছে সে শিক্ষার্থীকে ফোন করে বেরোবি ছাত্রদল নেতা আল-আমিন তার নানির সাথে কথা বলার জন্য অনুরোধ করেন। ভিডিওতে আরও দেখা যায় তার নানি মনোয়ার নামের ঢাবির ঐ শিক্ষার্থীকে বলছেন, ও ভাই, ওটি বলে ভোট হবি, তোমার মাস্টার আইছে, কাক দিবার কয়, তাকে এলা ভোটটা দাও। এ সময় আল-আমিন আবার ফোনটা তার হাতে নিয়ে ওই শিক্ষার্থীকে বলেন মনোয়ার, তোমাকে তো বেশি কিছু বলতে হবেনা, আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি। এরপর আল-আমিন ঐ শিক্ষার্থীর মামার সাথেও কথা বলতে বলেন। তার মামা বলেন, শোনো, বাংলা কথা জিড়া, বিএনপির প্যানেল যেটা, হামরাও বিএনপি...