ফরিদপুরের নগরকান্দায় একটি ফিলিং স্টেশন অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিল করার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মহিলা রোড এলাকায় অবস্থিত তোফাজ উদ্দিন ফ্যামিলি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। অভিযানের সময় স্টেশন কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। নগরকান্দা ইউএনও দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফিলিং স্টেশনে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে বিস্ফোরক আইনে দুই লাখ টাকা জরিমানা করা...