বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মাদক ‘কিটামিন’ বিদেশে পাচার হওয়ার তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি। ঢাকার টঙ্গী থেকে প্রায় সাড়ে ছয় কেজি এ মাদক উদ্ধারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য তুলে ধরে। রোববার দুপুরে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সংস্থার মহাপরিচালক হাসান মারুফ বলেন, ইতালিতে পাচারের চেষ্টার সময় শুক্রবার টঙ্গী থেকে ৬ দশমিক ৪৪ কেজি ‘কিটামিন’ জব্দ করা হয়। এ মাদক ছয়টি সাদা তোয়ালের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক কুরিয়ার সেবা ফেডেক্সের মাধ্যমে চালানটি ইতালিতে পাঠানো হচ্ছিল। কুরিয়ারে দেওয়া প্রেরকের ঠিকানা, সিসিটিভি ভিডিও ও মোবাইল নম্বরের সূত্র ধরে চাঁদপুর ও ফরিদপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ইউনিট। গ্রেপ্তার দুজন হচ্ছেন- মাসুদুর রহমান জিলানী (২৮)...