চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ। বাংলাদেশ ব্যুরো অব ম্যানপাওয়ার (বিএমইটি)-এর সাবেক উপ পরিচালক গোপেশ চন্দ্র সান্যাল রাতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মুক্তাগাছা থেকে নারায়ণগঞ্জ অভিমুখে রওনা দেন। একটি মাইক্রোবাসে তার পরিবার পরিজনের প্রায় ১০ জন সদস্য ছিলের তার যাত্রা সঙ্গী। গাজীপুরে তাদের মাইক্রোবাসটিকে পিষে দিয়ে চলে যায় নিয়ন্ত্রণহীন ট্রাক। নিমেষেই লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। আশপাশের লোকজন ছুটে আসেন উদ্ধার করতে। তারা যাদের উদ্ধার করেন তাদের দুই জন মৃত। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতদের মধ্যে রয়েছেন, গোপেশ চন্দ্র সান্যাল এবং তার পরিবারের ৬ মাস বয়সী শিশু। যদি প্রশ্ন করা হয়, কখন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? সেটির ধারণা পাওয়া যায় সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। এর পরের প্রশ্নটি এমনটি ঘটলো কেন? সেই উত্তর কারও জানা নেই। তবে, একটু গভীরে চিন্তা করলে এই...